বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক শনাক্ত

♦ ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬০৩৩, মৃত্যু ১৮ ♦ বরিশালে অর্ধেক নমুনাই পজিটিভ

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক শনাক্ত

দেশে দ্বিতীয়বারের মতো দৈনিক শনাক্ত কভিড রোগীর সংখ্যা ১৬ হাজার ছাড়াল গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে মোট শনাক্ত রোগী ছাড়িয়ে গেল ১৭ লাখ। গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের, যা সাড়ে তিন মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। সবশেষ এক দিনে এর চেয়ে বেশি ২০ জনের মৃত্যুর খবর এসেছিল গত ৯ অক্টোবর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ৩৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৩২.৪০ শতাংশ। মহামারীকালে এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর এসেছিল শুধু গত ২৮ জুলাই। সেদিন ১৬ হাজার ২৩০ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। তবে ওই দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৫৩ হাজার ৮৭৭টি যা গত ২৪ ঘণ্টার চেয়ে ৪ হাজার ৩৮৫টি বেশি। শনাক্তের হার বিবেচনায় ওই দিনের সমান নমুনা পরীক্ষা হলে গত ২৪ ঘণ্টায় দেশে কভিড রোগী শনাক্ত হতো ১৭ হাজারের বেশি, যা হতো মহামারিকালের সর্বোচ্চ রেকর্ড।

গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্তের হার ছিল রাজশাহী বিভাগে ও সর্বনিম্ন ঢাকায়। তবে ঢাকা বিভাগে নমুনা পরীক্ষা বেশি হওয়ায় মোট শনাক্ত রোগীর ৬৫.৩৫ ভাগই পাওয়া গেছে ঢাকায়। দেশে গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় গড় শনাক্তের হার ৩২.৪০ হলেও রাজশাহী বিভাগে এ হার ছিল ৪৮.২৫ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া বরিশালে ৩৭.২৬ শতাংশ, রংপুরে ৩৫.৮০ শতাংশ, চট্টগ্রামে ৩৪.১৩ শতাংশ, সিলেটে ৩৪ শতাংশ, খুলনায় ৩৩.৬৬ শতাংশ, ময়মনসিংহে ৩১.৫২ শতাংশ ও ঢাকা বিভাগে ৩০.৮৬ শতাংশ ছিল শনাক্তের হার।

গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২৫৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫ জন।

গত এক দিনে মৃতদের মধ্যে ১২ জন ছিলেন পুরুষ ও ছয়জন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে আটজন ঢাকা বিভাগে, ছয়জন চট্টগ্রাম বিভাগে এবং একজন করে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর