বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাজবাড়ীতে বট-পাকুড়ের বিয়ে

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

রাজবাড়ীতে বট-পাকুড়ের বিয়ে

‘হিন্দুশাস্ত্র মতে, বট-পাকুড় একসঙ্গে থাকলে তাদের বিয়ে দিতে হয়। সে জন্যই রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে ডাকুরিয়া মহাশ্মশানে একসঙ্গে বেড়ে ওঠা বট-পাকুড় গাছের বিয়ের আয়োজন করে শ্মশান কমিটি। সোমবার এ বিয়ের আনুষ্ঠানিকতা ঘিরে শ্মশান প্রাঙ্গণ সজ্জিত হয় নানারকম আলোকসজ্জায়। দুপুর থেকেই বিয়ে দেখতে বিভিন্ন এলাকার উৎসুক ভক্তরা আসতে থাকেন। বট-পাকুড় গাছের চারপাশ বাঁধানো হয়েছে ইট ও টাইলস দিয়ে। বিয়ে ঘিরে বর-কনের পাশে ছাদনাতলা সাজানো হয়। ওপরে শামিয়ানা ও চারপাশে ছিল কলাগাছ। বিয়ের উৎসবে আয়োজনের কোনো ঘাটতি ছিল না। মূলত বিয়ের জন্য যা যা লাগে তার সব আয়োজনই ছিল এখানে। বিয়ের হলুদ কোটা, পুকুর থেকে জল আনা, বর ও কনের বাবাকে দিয়ে করা হয় বিদ্ধি অনুষ্ঠান। নারীরা পুকুরে গিয়ে গঙ্গাপূজা সেরে আসেন। জল দিয়ে ভরে আনেন ঘট। ছাদনাতলায় মঙ্গলঘট বসিয়ে শুরু হয় বিয়ের নিবেদন। বিকাল ৪টায় বরের বাড়ি থেকে নারী-পুরুষ আসেন বরযাত্রী হয়ে। গেটে মিষ্টিমুখ করিয়ে অভ্যর্থনা জানানো হয় তাদের। বাদ্য-বাজনার তালে নেচে ওঠেন সব বয়সী নারী-পুরুষ। বর-কনের চারপাশ ঘিরে দাঁড়িয়ে থাকেন অতিথিরা। সন্ধ্যায় শুভলগ্নে শুরু হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। গোধূলিলগ্নে মন্ত্র পড়ে বিয়ে সম্পন্ন করেন পুরোহিত। এই বিয়ের বর বটগাছের বাবা হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ সদস্য অতুল চন্দ্র সরকার এবং ডাকুরিয়া মহাশ্মশানের সেবায়েত বন্ধন মিত্র পাকুড়। তারা দুজনই পিতার দায়িত্ব পালন করে হয়েছেন বেশ খুশি। তারা জানান এই বট-পাকুড় গাছের বিয়ের মধ্য দিয়ে তাদের মধ্যেও আত্মীয়তার সম্পর্ক অটুট থাকবে। শ্মশান কমিটির সভাপতি বাবুল চৌধুরী জানান, ডাকুরিয়া শ্মশানটি ছিল উপেক্ষিত। আমি এখানকার দায়িত্ব নিয়ে আমার স্বর্গীয় পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে এখানে নাটমন্দির স্থাপন করি। শ্মশানে বেড়ে ওঠা বট-পাকুড় গাছ দুটিকে বিয়ে দেওয়ার জন্য অনেকেই বলেন। তাই আজ এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছি। এমন আয়োজন করতে পেরে আমি নিজেও আনন্দিত। বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে এসেছিলেন প্রায় হাজারখানেক অতিথি। আমন্ত্রিতদের খাওয়ানো হয় পোলাও, সবজি, ডাল, ফুলকপির তরকারি, চাটনি ও মিষ্টি। এ আয়োজনে দেখতে পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জেলা পরিষদ সদস্য উক্তম কুমার কুন্ডু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দিপক কুমার কুন্ডুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর