বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফ্রান্স থেকে আরও ২১ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

কোভ্যাক্স সুবিধার আওতায় ফ্রান্স সরকারের কাছ থেকে আরও প্রায় ২১ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে বাংলাদেশ। সোমবার মধ্য রাতে এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ২১ লাখ ২৬ হাজার ১০০ ডোজ টিকা পৌঁছেছে। ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া টিকার এটি তৃতীয় চালান। গতকাল ঢাকায় ফ্রান্স দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন চালানসহ এ পর্যন্ত ফ্রান্স ৫৩ লাখ ৮০ হাজার ডোজ টিকা দিয়েছে বাংলাদেশকে।

দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব দেশে করোনাভাইরাস মহামারি আঘাত হেনেছে, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং সারা বিশ্বের বেশির ভাগ মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনার উদ্দেশ্যে ফ্রান্স সরকার সবার সঙ্গে টিকা ভাগ করে নেওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের সময় টিকা উপহারের ঘোষণা দিয়েছিল দেশটির সরকার। এরপর ২৯ নভেম্বর ২০ লাখ ৬ হাজার ৪০০ ডোজ টিকা বাংলাদেশের কাছে পাঠায় ফ্রান্স। তারপর ১৯ ডিসেম্বর দ্বিতীয় চালানে ঢাকায় আসে আরও ১১ লাখ ৯৭ হাজার ৬০০ ডোজ টিকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর