বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
মিতু হত্যা মামলা

বাবুল আকতারের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় সাবেক পুলিশ সুপার (এসপি) স্বামী বাবুল আকতারের দায়ের করা মামলায় উভয় পক্ষের শুনানি শেষে আদালত বাবুল আকতারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করেন বলে জানান ওই আদালতের পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী। তিনি বলেন, এর আগে ৯ জানুয়ারি চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত মিতু হত্যার ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় বাবুল আকতারের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছিলেন।

জানা গেছে, ৩০ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম    মেট্রোর পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। মিতুর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় বাবুল আকতারকে গ্রেফতার দেখানো হয়েছিল। বাবুল আকতারের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদনে দাখিলের পর ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় বাবুল আকতারসহ আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার বাকি ৭ আসামি হলেন- মো. কামরুল ইসলাম শিকদার মুসা, এহতেশামুল হক প্রকাশ হানিফুল হক প্রকাশ ভোলাইয়া, মোতালেব মিয়া ওয়াসিম, আনোয়ার  হোসেন, মো. খাইরুল ইসলাম কালু, মো. সাইদুল ইসলাম সিকদার সাক্কু ও শাহজাহান মিয়া। ২০১৬ সালের ৫ জুন ভোরে জিইসি মোড়ে কুপিয়ে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর