বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বৃষ্টিস্নাত সন্ধ্যায় শিল্পকলায় বহিপীর

সাংস্কৃতিক প্রতিবেদক

বৃষ্টিস্নাত সন্ধ্যায় শিল্পকলায় বহিপীর

মাঘের শীতের বৃষ্টিতেও জমজমাট শিল্পকলা একাডেমি। অসময়ের বৃষ্টিও ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি রাখতে পারেনি নাট্যানুরাগীদের। একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গতকাল সে দৃশ্যই দেখা গেছে। এদিন জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় ঢাকা থিয়েটার মঞ্চ প্রযোজিত নাটক ‘বহিপীর’।

‘লালসালু’খ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন আফরিন হুদা তোড়া। সূর্যাস্ত আইনে জমিদারি হারাতে বসেছেন জমিদার হাশেম আলি। যা রক্ষা করতে বজরায় করে স্ত্রী খোদেজা ও পুত্র কাশেমকে নিয়ে রওনা হন। পথে তাদের বজরায় ঠাঁই পান সদ্যবিবাহিত তরুণী তাহেরা ও বৃদ্ধ বহিপীর। দীর্ঘদিনের মুরিদানার গুরুদক্ষিণার পরিবর্তে পাওয়া স্ত্রী তাহেরা। বহিপীর যখন তার স্ত্রীকে উদ্ধারের প্রচেষ্টারত ঠিক তখনই জীবনসচেতন হাশেম যে কোনো মূল্যেই পীরের কাছ থেকে তাহেরাকে রক্ষা করতে চান। জমিদারের স্ত্রী যেন চিরায়ত মুসলিম বাঙালি নারীর চিন্তার প্রকাশ। তাহেরা কার আশ্রিতা হবেন তাই নিয়ে চিন্তা যখন চূড়ান্তে পৌঁছায় তখন হাশেম তার জমিদারি ধরে রাখতে ব্যর্থ হন। পীর সচেতনতার সঙ্গে অর্থের বিনিময়ে স্ত্রীর সঙ্গে চুক্তিপত্র রচনা করেন। আশ্রিতা তাহেরা কাউকেই খুশি করতে পারেন না। তাহেরা পরবর্তীতে কী করবেন তা নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহাদুল আমিন, নূরুল আলম, সাফায়েত দুর্জয়, আফরিন হুদা তোড়া, অরণিকা শ্রাবণী অথৈ, শরিফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর