শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দেওয়ায় জাপার কমিটি বিলুপ্ত!

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি খাজাঞ্চী ইউনিয়ন  পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌদি প্রবাসী    আরশ আলী গনি লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। সম্প্রতি  ফুলেল শুভেচ্ছাসহ তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয় ওই ইউনিয়ন জাতীয় পার্টি। এ সমর্থনকে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী’ উল্লেখ  করে পুরো ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা জাপা। গত বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এসএম আরশ আলী বাবলু ও সদস্য সচিব মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের দলীয় কোনো প্রার্থী নেই। খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টি নেতারা, জেলা কিংবা উপজেলা নেতাদের সঙ্গে সমন্বয় না করে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছেন। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ায়, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সৈয়ত মঞ্জুর হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সদস্য সচিব উসমান আলীসহ জেলা ও উপজেলা নেতাদের নির্দেশে শাস্তিস্বরূপ খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করা হলো।’ আগামী ৩০ দিনের মধ্যে ওই ইউনিয়ন জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর জন্য উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিবকে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ উপজেলা আহ্বায়ক কমিটি অস্বীকার করে বলেন, ‘উপজেলা জাপারও কমিটি নেই। কে বা কারা আমাদের কমিটি বিলুপ্ত করল, তা আমাদের জানা নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর