সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

উচ্চপর্যায়ের কমিটি করে পথ খুঁজতে হবে

-খন্দকার মাহবুব হোসেন

উচ্চপর্যায়ের কমিটি করে পথ খুঁজতে হবে

স্বাভাবিক পদ্ধতিতে দেশের বিচারাধীন মামলার জট কমানো সম্ভব নয় বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, এই বিশাল সংখ্যক মামলার জট কমাতে হলে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে হবে। সেই কমিটি এই জট কমানোর পথ খুঁজে বের করবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘মামলাজট আমাদের এখানে নতুন নয়। আগে থেকেই ছিল। জনসংখ্যা যেমন বেড়েছে, মামলার সংখ্যাও তেমনি বেড়েছে। তবে সে অনুপাতে আমাদের আদালতের কাঠামো বাড়েনি। বিচারকের সংখ্যাও বাড়েনি। বাড়েনি প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা।’ তিনি বলেন, ‘ধারাবাহিকভাবেই আমাদের দেশে মামলার জট বাড়ছিল। করোনার কারণে আরও বেশি বাড়ছে। এখন চাইলেই স্বাভাবিক পদ্ধতিতে এই জট কমানো সম্ভব নয়।’ খন্দকার মাহবুব বলেন, ‘আমি আগেও বলেছি এখনো বলি, এই জট কমাতে হলে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি করতে হবে। সেই কমিটির পরামর্শ অনুযায়ী মামলার জট কমানোর চেষ্টা করতে হবে। মূলত জট কমানোর পথ খুঁজে বের করতে কাজ করবে ওই কমিটি।’ বর্তমানে বিচারাধীন মামলার যে সংখ্যা, তা শুধু আদালত বৃদ্ধি করে এবং বিচারক নিয়োগ দিয়ে কমানো সম্ভব নয় বলেই মনে করেন জ্যেষ্ঠ এ আইনজীবী।

সর্বশেষ খবর