শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রাণী মৃত্যুতে তোলপাড়

সাফারি পার্ক থেকে সরানো হলো আরও এক কর্মকর্তাকে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১৩টি প্রাণীর মৃত্যুর ঘটনায় ওয়াইল্ডলাইফ সুপারভাইজার (বন্যপ্রাণী সুপারভাইজার) সারোয়ার হোসেনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে বদলির পর তাকে সরানো হলো।

গতকাল সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর এ তথ্য জানান। সারোয়ার হোসেন পার্ক প্রতিষ্ঠার পর থেকে কোর সাফারির আফ্রিকান সাফারিতে থাকা প্রাণীগুলোর দেখভালের দায়িত্ব পালন করে আসছিলেন। সারোয়ারের স্থলে কোর সাফারির প্রাণীদের দেখভালের দায়িত্ব পালন করবেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান। পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম এ বিষয়ে জানান, সারোয়ার হোসেনকে তার পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা সরকারি চাকরির স্বাভাবিক বদলির একটি অংশ হিসেবেই তাকে সরানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর