শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

স্বামীর ছুড়ে দেওয়া পেট্রোলে মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

সাবেক স্বামীর ছুড়ে দেওয়া পেট্রোলে ঝলসে যাওয়ায় ১২ দিন চিকিৎসা শেষে অবশেষে গার্মেন্টকর্মী সাথী আক্তার মারা গেছেন। বুধবার দিবাগত মধ্যরাতে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাথী। ২৮ জানুয়ারি গভীর রাতে সাবেক স্বামীর ছুড়ে দেওয়া পেট্রোলে ঝলসে যান সাথী। নিহত সাথীর বাড়ি সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফেরাজীপাড়া-কাটাখালী এলাকায়। 

সাথীর বড় ভাই সোহেল হোসেন বলেন, নিজ বাড়িতে মা এবং ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিল সাথী। ২৮ জানুয়ারি মধ্যরাতে সাথীর সাবেক স্বামী নাঈম জানালা দিয়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঝলসে যায় সাথী। এরপর সাথীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাথীকে শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় সে। এদিকে সাথীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার দায়ে স্বামী নাঈমকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর