শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নিউইয়র্কে গুলিতে নিহত জ্যোতির পরিবারে মাতম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রিয়তম স্বামী খন্দকার মোদাচ্ছের জ্যোতির (৩৬) জন্য আহাজারি করছেন তাওহিদা ইসলাম তৃষা। পাশেই চার বছর বয়সী একমাত্র পুত্রসন্তান নির্বাক। দেবর ও শাশুড়িও ঘটনার আকস্মিকতায় হতবাক। জ্যোতির বাবা বাংলাদেশে গেছেন। ফেরার কথা ১২ ফেব্রুয়ারি। পুত্রের অকালমৃত্যুর সংবাদে তিনিও একেবারে ভেঙে পড়েছেন। তিনি ফিরলেই জ্যোতির দাফনের সময় ধার্য করা হবে। উল্লেখ্য, মানিকগঞ্জের সন্তান জ্যোতির প্রাণবায়ু কেড়ে নিয়েছে ঘাতকের বুলেট নিউইয়র্ক সিটির ওজোন পার্কে সিটি লাইনে অবস্থিত বাসার সামনে। জেএফকে এয়ারপোর্টে ডিজঅ্যাবল লোকজনের হুইল চেয়ার ঠেলার কাজ শেষ করে ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে সিআরভি হোন্ডা চালিয়ে ২০০ ফরবেল স্ট্রিটের বাসার সামনে গাড়ি পার্ক করার পর দরজা খুলে বের হওয়ার সময়ই বুলেটবিদ্ধ হন জ্যোতি। সেটি ছিল রাত পৌনে ১টা। গুলির শব্দে জ্যোতির ল্যান্ডলর্ড ওপরতলার জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখেন জ্যোতির গাড়ির দরজা খোলা। সঙ্গে সঙ্গে তিনি নিচতলায় তৃষাকে ডেকে বলেন, তার স্বামী গাড়ি পার্ক করে দরজা খোলা রেখেই কি ঘরে ঢুকেছেন? তৃষা হন্তদন্ত হয়ে দরজার সামনে গিয়ে দেখেন জ্যোতি রাস্তার ওপর পড়ে রয়েছেন। মাথা দিয়ে রক্ত ঝরছে। এ অবস্থায় ল্যান্ডলর্ড ফোন করেন ৯১১-এ। অ্যাম্বুলেন্সসহ পুলিশ অকুস্থলে এসেই নিথর জ্যোতিকে নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা জানান তিনি বেঁচে নেই।

নিউইয়র্ক পুলিশসূত্র জানান, জ্যোতিকে হত্যার মোটিভ উদ্ঘাটনে চেষ্টা চলছে।

 

সর্বশেষ খবর