শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বীর মুক্তিযোদ্ধা লেখা এনআইডি পাচ্ছেন মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা লেখা এনআইডি পাচ্ছেন মুক্তিযোদ্ধারা

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা সংবলিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। ১৩ ফেব্রুয়ারি ১০০ জন মুক্তিযোদ্ধার হাতে এই কার্ড তুলে দেবে নির্বাচন কমিশন। এরপরে পর্যায়ক্রমে সব মুক্তিযোদ্ধাকে এই কার্ড দেবে ইসি। ১৩ ফেব্রুয়ারি রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ স্মার্ট এনআইডি কার্ড বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। জানা গেছে, গত ২০ ডিসেম্বর বিশেষ এই স্মার্ট কার্ডের নকশা তৈরি করতে সাত সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ ও পরামর্শ অনুযায়ী স্মার্ট কার্ডের ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। অনুমোদিত নকশা অনুযায়ী বর্তমান স্মার্ট জাতীয় পরিচয়পত্রের অবয়ব ও নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত রেখে চিপের ঠিক নিচে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা থাকবে।

 

সর্বশেষ খবর