রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে গোলাগুলি

গ্রেফতার হয়নি অস্ত্রধারীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে গোলাগুলির ঘটনা ঘটে ৩০ জানুয়ারি রাতে। এ ঘটনায় খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকায় শাকিল (৩০) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হন। তার দুই পায়ে গুলি লাগে। খিলগাঁও থানায় এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। ঘটনার দুই সপ্তাহ পরও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে গোলাগুলির আগে অপহরণ হওয়ার অভিযোগ করেছেন ওই এলাকার ইন্টারনেট ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ আক্তার। তার ভাষ্য, যারা গোলাগুলি করেছে তারা নিজেরা নিজেদের দ্বন্দ্বে করেছে। এদের হোতা মেহেদী হাসান নয়ন ওরফে মিন্টু। তিনি তাকে এলাকায় ব্যবসা বন্ধ করতে নানা ধরনের হুমকি দিয়েছেন। তার লোকজন তাকে ওই রাতে অপহরণ করেও নিয়ে যায়। এর আগে প্রাণনাশের হুমকিতে ১ জানুয়ারি এবং ২০১৮ সালের ২৩ জানুয়ারি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডি নম্বর- ৮৪ এবং ১৪৩৯।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, ৩০ জানুয়ারি রাতে গোলাগুলির ঘটনায় তৌহিদ, জামান ও ফজলুলের নামে মামলা হয়েছে। তবে মিন্টুর নামে কোনো মামলা হয়নি। তার নামে জিডি হয়েছে। এ ছাড়া তার নামে থানায় দুটি হত্যা মামলা রয়েছে। গোলাগুলির ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। জানা গেছে, ২০১৮ সালের ১ মার্চ মেহেদী হাসান নয়ন ওরফে মিন্টুর নামে খিলগাঁও থানায় একটি ডাকাতির মামলা হয়। ২০১৪ সালের ২৪ এপ্রিল হত্যা মামলা হয়। ঘটনার দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে শাকিলের ভাই সাব্বির বলেন, আমার ভাই চায়ের দোকানে বসে ছিল। সেখানে এসে আমার ভাইকে দুই পায়ে গুলি করা হয়। শাকিল খিলগাঁও থানার ৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের প্রচার সম্পাদক।

সর্বশেষ খবর