রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

কাপড়ের সংকেতে হাজারো ট্রেন যাত্রীর জীবন রক্ষা!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কাপড়ের সংকেতে হাজারো ট্রেন যাত্রীর জীবন রক্ষা!

রাজশাহীর আড়ানীতে লাল কাপড়ের সংকেতে রক্ষা পেলেন ট্রেনের হাজারো যাত্রী। রেললাইন ভাঙার কারণে রাজশাহী থেকে সব রুটে ট্রেন চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। গতকাল রাজশাহীর আড়ানী স্টেশন এলাকার বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে রেললাইন ভেঙে যায়। এর ফলে তাৎক্ষণিক রাজশাহীগামী আন্তনগর উত্তরা এক্সপ্রেসসহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে রেললাইনের ৯টি স্থানে ভাঙা দেখতে পান আড়ানী-পুঠিয়া সড়কে রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আড়ানী রেলস্টেশন মাস্টারকে জানানোর আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে এ লাইনে চলে আসে। এ সময় লায়েব উদ্দিনসহ স্থানীয়রা দ্রুত লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙা স্থান থেকে প্রায় ৫০০ মিটার দূরে থামিয়ে দেন।

এ ঘটনায় গতকাল সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রেললাইন মেরামতে কাজ শুরু করা হয়। বেলা ১২টার পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী-পুঠিয়া সড়কে রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আড়ানী স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রেললাইনের ভাঙা স্থান থেকে প্রায় ৫০০ মিটার দূরেই থামিয়ে দেওয়া হয়। এতে রক্ষা পান ট্রেনের হাজারো যাত্রী।

আড়ানী রেলস্টেশনের মাস্টার সদরুল আলম বলেন, রেললাইন ভাঙার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাল কাপড় উড়িয়ে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে রাখা হয়। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। মেরামতের পর আবারও রেল চলাচল স্বাভাবিক হয়। ভাঙার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সর্বশেষ খবর