শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

কম বিক্রি করে বেশি লাভের প্রবণতা বন্ধ করতে হবে

-গোলাম রহমান

নিজস্ব প্রতিবেদক

কম বিক্রি করে বেশি লাভের প্রবণতা বন্ধ করতে হবে

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি গোলাম রহমান বলেছেন, পণ্যের সরবরাহ, আমদানি খরচ, বিশ্ববাজার পরিস্থিতি, পরিবহন ব্যয় এগুলোর প্রভাব বাজারে পড়ে। এসব ফ্যাক্টরকে অজুহাত বানিয়ে দাম বাড়ান অসাধু ব্যবসায়ীরা। অন্যান্য দেশে উৎসব-পার্বণে বেশি বিক্রি করে কম লাভ করেন ব্যবসায়ীরা। কিন্তু আমাদের দেশে কম বিক্রি করে বেশি লাভের প্রবণতা দেখা যায় ব্যবসায়ীদের মধ্যে। রমজানের পণ্যের দাম বাড়লে ভুক্তভোগী হতে হয় ক্রেতাকে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, বিশ্ববাজার থেকে বেশি দামে পণ্য আমদানি করলে বেশি শুল্ক দিতে হয়। এর সঙ্গে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা যোগ করলে পণ্য ক্রেতার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। অস্থির হয়ে ওঠে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। এ বছর আমদানি করা পণ্যের দামে ঊর্ধ্বগতি দেখছি। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা যেন অধিক মুনাফার ফাঁদ পাততে না পারে এ জন্য সরকারকে সতর্ক হতে হবে। ক্রেতাদের মধ্যে যারা উচ্চবিত্ত তারা একসঙ্গে পুরো মাসের বাজার করেন। এতে কিছু পণ্যে সংকট তৈরি হয়। এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। প্রয়োজন মতো পণ্য কিনলে দাম বাড়ানোর এ সুযোগ তৈরি হয় না। গোলাম রহমান আরও বলেন, রমজান, ঈদ ঘিরে চাঁদাবাজি-বকশিশ বাণিজ্য বেড়ে যায়। যারা ভোক্তা তাদের ওপর এসব চাপ এসে পড়ে। এ জন্য সরকারকে আগাম প্রস্তুতি নিতে হবে। সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকার ১ কোটি পরিবারকে রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে চেয়েছে। এটা ভালো উদ্যোগ। ১ কোটি পরিবার মানে প্রায় ৫ কোটি মানুষ। ৫ কোটি মানুষ সরকারি ব্যবস্থাপনায় পণ্য পেলে বাজারের ওপর চাপ অনেকটা কমবে বলে মনে করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর