মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

গৃহস্থালি পণ্যের আড়ালে অস্ত্র আমদানি দুজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বৈদেশিক ডাকের মাধ্যমে গৃহস্থালি পণ্যের আড়ালে অস্ত্র আমদানির ঘটনায় মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মামলায় ওই চালানের প্রাপক আগ্রাবাদের কামরুল হাসান এবং প্রেরক ইতালি প্রবাসী রাজিব বড়ুয়াকে আসামি করা হয়েছে। রবিবার রাতে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় মামলাটি করেন।

কাস্টমসের উপ-কমিশনার সালাউদ্দিন রেজভী বলেন, ‘অস্ত্র উদ্ধারের ঘটনায় রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। তাতে প্রাপক এবং প্রেরককে আসামি করা হয়েছে।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘আটক চালানের প্রাপক কামরুল হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে পাওয়া গেলে অনেক তথ্য পাওয়া যাবে। এ ছাড়া প্রেরকের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’ প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি বৈদেশিক ডাকে গৃহস্থালি পণ্যের আড়ালে আসা একটি অস্ত্রের চালান জব্দ করে কাস্টমস। ওই চালান থেকে দুটি পিস্তল এবং দুটি খেলনা পিস্তল ও ৬০টি কার্তুজ জব্দ করা হয়।

সর্বশেষ খবর