মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্রমণ নিম্নমুখী টানা ছয় দিন

নিজস্ব প্রতিবেদক

সংক্রমণ নিম্নমুখী টানা ছয় দিন

দেশে করোনা সংক্রমণ টানা ছয় দিন নিম্নমুখী রয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৫১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬.৯৪ শতাংশ। সবশেষ এর চেয়ে কম শনাক্ত হারের খবর এসেছিল গত ৯ জানুয়ারি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন, যা গত ২০ জানুয়ারির পর এক দিনে সবচেয়ে কম মৃত্যু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৯৭৪। সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮। গত এক দিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৭৪। গত এক সপ্তাহে (১৪ থেকে ২০ ফেব্রুয়ারি) করোনায় মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন ৯০ জন। আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও সবচেয়ে বেশি মারা গেছেন উচ্চ রক্তচাপের রোগীরা। মৃত ১৪৬ জনের মধ্যে ৫৫ জন ভ্যাকসিন পেয়েছিলেন। ৯১ জন ভ্যাকসিন নেননি। মৃত ৫৫ জনের মধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন পেয়েছিলেন ছয়জন, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেয়েছিলেন ৪৮ জন ও একজন বুস্টার ডোজ পেয়েছিলেন। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ৮৪ জন কম মারা গেছেন। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় গত সপ্তাহে নমুনা পরীক্ষা কমেছে ২০.৪ শতাংশ, শনাক্ত কমেছে ৫০.৯ শতাংশ, মৃত্যু কমেছে ৩৬.৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পাঁচজন ছিলেন পুরুষ ও চারজন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের মধ্যে ১১ বছরের কম বয়সী শিশুও ছিল একজন। ৯ জনের মধ্যে ছয়জনই মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। অপর তিনজন মারা গেছেন ঢাকা বিভাগে। বাকি ছয় বিভাগে কেউ মারা যাননি।

সর্বশেষ খবর