মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাতের আঁধারে সংরক্ষিত দিঘি ভরাটের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাতের আঁধারে সংরক্ষিত দিঘি ভরাটের চেষ্টা

উচ্চ আদালতের নির্দেশনা ভেঙে রাজশাহী মহানগরীর ‘সংরক্ষিত’ ২২টি পুকুরের অন্যতম তিন একরের বেশি আয়তনের ‘শুকান দিঘি’ রাতের আঁধারে ভরাট করার চেষ্টা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার রাতে সড়কবাতি নিভিয়ে ট্রাক দিয়ে বোয়ালিয়া থানার শিল্পনগরী সপুরা এলাকার এই পুকুরটিতে বালু ফেলা হচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ গিয়ে ভরাট কাজে বাধা দেয় এবং সারা রাত সেটি পাহারা দেয়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘নগরীতে পুকুর ভরাট নিষিদ্ধ। এর পরও একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে। শুক্রবার রাতে পুকুর ভরাট শুরু হলে এক ব্যক্তি থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ভরাট কাজ বন্ধ করে দেয়।’ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শুকান দিঘি’ তাদের মাস্টারপ্ল্যানেও সংরক্ষিত জলাধার হিসেবে আছে। এ ছাড়া নগরীতে পুকুর ভরাট না করার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা আছে। তবে পুকুরটির প্রকৃত মালিকানা নিয়ে অনেকের দাবি আছে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। তাই বর্তমানে পুকুরটি কার মালিকানাধীন তা বের করা যায়নি। সপুরা এলাকার বাসিন্দা হারুন-অর-রশিদ জানান, সুমন ও সোহরাব নামের দুই ব্যক্তি পুকুরটি ভরাট করার চেষ্টা করছেন। তারা দীর্ঘদিন ধরে পুকুরটি দখল করারও চেষ্টা করে আসছেন। সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন দাবি করেন, তিনি নিজেও পুকুরটি রক্ষার চেষ্টা করছেন। কিন্তু নানা কারণে পেরে উঠছেন না। যারা ভরাটের চেষ্টা করছেন তারা প্রভাবশালী।

 

সর্বশেষ খবর