মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ নাজমুস সাকিবের

গত ৪ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় ‘এক ডজন শীর্ষ সাইবার সন্ত্রাসীর ভয়ংকর অপতৎপরতা’ শীর্ষক খবরে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবের নাম জড়িয়ে তথ্য প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নাজমুস সাকিব। তিনি বলেন, প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় নাজমুস সাকিব কানাডাপ্রবাসী, অথচ নাজমুস সাকিব কখনো কানাডায় ভ্রমণও করেননি! নাজমুস সাকিব প্রায় এক যুগের বেশি সময় ধরে সুনামের সঙ্গে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কিছুদিন আগেও তিনি ক্ষমতাসীন দলের একজন এমপির মালিকানাধীন টিভি চ্যানেলের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে রিপোর্টারের দায়িত্ব পালন করেন। তা ছাড়া বাংলাদেশে থাকাকালে নাজমুস সাকিব মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন ইংরেজি দৈনিক দি ইনডিপেনডেন্টে ফিচার রিপোর্টার হিসেবে কাজ করতেন। অথচ বাংলাদেশ প্রতিদিনের মতো একটি স্বনামধন্য জাতীয় দৈনিকে হাস্যকরভাবে নাজমুস সাকিবের সঙ্গে জামায়াতে ইসলামী এবং বিএনপি ও তারেক রহমানের সংশ্লিষ্টতা দাবি করা হয়েছে! নাজমুস সাকিব কখনই তার লেখা বা রিপোর্টে জামায়াতে ইসলামী বা বিএনপির পক্ষে দলবাজি করেছেন এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না বলে চ্যালেঞ্জ করেছেন। ওই রিপোর্টের কারণে নাজমুস সাকিবের সুনামহানি ঘটেছে বলে তিনি দাবি করেছেন এবং বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষকে এ ধরনের রিপোর্ট ভবিষ্যতে যাচাই-বাছাই না করে প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর