রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

টেকনাফে ক্রিস্টাল মেথ ও উখিয়ায় মাদক অস্ত্র উদ্ধার

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, উখিয়ায় মাদক ও অস্ত্র উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নারীসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-কক্সবাজার : টেকনাফে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ভয়ংকর এ মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। গতকাল ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা নাফ নদের বেড়িবাঁধ এলাকা থেকে এসব ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। টেকনাফ বিজিবি-২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্নীলায় নাফ নদ দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৪টায় সন্দেহভাজন দুজন চোরাকারবারিকে নাফ নদ পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখেন। পরে বিজিবি চ্যালেঞ্জ উপেক্ষা করে মিয়ানমারের দিকে চলে যেতে থাকলে টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে থামানোর চেষ্টা করে। গুলিতে চোরাকারবারিরা ভীতসন্ত্রস্ত হয়ে তাদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহল দল ফেলে যাওয়া বস্তা উদ্ধার করে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করে। যার আনুমানিক  মূল্য প্রায় ১৬ কোটি টাকা। উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়া উপজেলায় ২৩০ ক্যান বিয়ারসহ ছফুরা খাতুন (৩৮) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ব্লক- এ/১ এর বাসিন্দা মো. সলিমুল্লাহর স্ত্রী। গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বালুরমাঠ ক্যাম্প পুলিশ। ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক জানান, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ (এফসিএন- ১২১৫৫৫, ব্লক- এ/১) এর মো. সলিমুল্লাহর বসতঘরে অভিযান চালিয়ে ২৩০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ছফুরা খাতুন নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে কক্সবাজারের উখিয়ায় একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগানসহ একরাম (৩২) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। সে রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট সি ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে। গতকাল ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে-১ ওয়েস্টের এফ ব্লক থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর