রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

রুমায় পাঁচজনকে হত্যার অভিযোগে গ্রেফতার ২২

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গায় পাড়াপ্রধানসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা মামলায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত পাড়া কারবারি লেং রুই ম্রোর ছেলে লেং রুং ম্রোর স্ত্রী হাইপয় ম্রো বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় এ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন- রুইতু ম্রো (৫০), ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), ক্রংপং ম্রো (৩৮), পা?সিং ম্রো (২২), ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপংসিংচাং ম্রো (৩৯), রিংয়ং ম্রো (৩৫), ইজাং ম্রো (২৭), থনলক ম্রো (৩৫), পা লে ম্রো (২৫), ক্লাংসাই ম্রো (২০), মেন প্রে ম্রো (২০), খং প্রে ম্রো (২৫), কাইং প্রে ম্রো (১৮), মেনরাও ম্রো (২২), মেনয়া ম্রো (২৬), খনতন ম্রো (৪১), মেনয়ং  ম্র্রো (২৪), চাংরাও ম্রো (৩১), থংওয়াই ম্রো (২৪) এবং মেনপং ম্রো (৩৭)। গ্রেফতারকৃতদের গতকাল বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। রুমা থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে রুমা থানা পর্যন্ত লাশ বয়ে আনা ২২ জনকেই আটক করা হয়। পরে তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হয়। নিহত পাঁচজনের লাশ গতকাল সকালে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। সেখানে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের আবু ম্রো পাড়ায় জুম চাষের জমি ব্যবহারের অধিকার নিয়ে পাড়াবাসীর হামলায় পাড়াপ্রধান (কারবারি) লেং রুই ম্রো (৬০) এবং তার চার ছেলে খুন হন।

সর্বশেষ খবর