সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সামগ্রিক অর্থনীতিই আক্রান্ত হবে

-ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

সামগ্রিক অর্থনীতিই আক্রান্ত হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, আমাদের দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ একটি স্থাপনার কাজ করছে রাশিয়া। রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়াই সবকিছু করছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ায় এ প্রকল্পের কাজে কিছুটা প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে সামগ্রিক অর্থনীতিতেই এর নেতিবাচক প্রভাব পড়বে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ ব্যাপারে আরও বলেন,    ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নানা ক্ষেত্রে। ইউক্রেনের ওপর আক্রমণ করায় সে দেশের অর্থনীতি ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে দেশের সামরিক-বেসামরিক লোকজন নিহত হচ্ছে। এর একটা প্রভাব তো বিশ্বব্যাপী পড়বেই। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে অন্য শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক অবরোধ দীর্ঘায়িত হবে। এতে ইউক্রেন থেকে আমরা যেসব পণ্য আমদানি করতাম তার বিকল্প বাজার খুঁজতে হবে। এ কারণে আমদানি ব্যয়ের ওপরও একটা প্রভাব পড়বে। আমদানি ব্যয় বেড়ে যেতে পারে। ড. মির্জ্জা আজিজ বলেন, যুদ্ধবিগ্রহ কোনোভাবেই কাম্য নয়। তবুও স্বার্থের কারণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। করোনা মহামারির কারণে সারা বিশ্ব এমনিতেই বিপর্যস্ত। পৃথিবীবাসী একটা খুবই খারাপ সময় পার করছে। এরই মধ্যে এমন যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। এটা দীর্ঘায়িত হলে অবশ্যই আমাদের অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিকভাবে সরকারকে অনেক কৌশলী হওয়ার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। তাঁর মতে, রাশিয়া থেকে আমরা যেসব পণ্য আমদানি করি সেগুলোর দাম ইতোমধ্যেই বেড়েছে। এমনিতেই আমাদের অভ্যন্তরীণ বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। আমাদের আমদানি খরচ বাড়বে। এমন কি যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প ব্যয় ও বাস্তবায়নকালও প্রলম্বিত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সর্বশেষ খবর