বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা
ধরাশায়ী বিজেপি কংগ্রেস

মমতার বাজিমাত পৌর ভোটেও

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের পৌরনিগম নির্বাচনের মতো পৌরসভা ভোটেও সর্বত্র বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় জয়ের ধ্বজা উড়ছে ঘাসফুল শিবিরের। বিপুল জয় পেলেও আপাতত সংযম বজায় রাখার নির্দেশ দিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ১০৮ পৌরসভার মধ্যে ১০২ পৌরসভাই তৃণমূলের দখলে গেছে। অর্থাৎ, যতগুলো পৌরসভা ভোট হয়েছে, তার মধ্যে প্রায় ৯৪ শতাংশ দখল করেছে তৃণমূল। কেবল দুটি গেছে বিরোধীদের হাতে। এরমধ্যে একটি বামদের হাতে। বিজেপি ও কংগ্রেস শূন্য। চারটি ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এই ভোটে জয় পেল দার্জিলিংয়ে নবগঠিত হামরো পার্টিও। নিজের গড় বহরমপুরে বিপুল ভোটে হেরেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। শুভেন্দু অধিকারীর খাস তালুক কাঁথিতে বিজেপির ভরাডুবি হয়েছে। পুর নির্বাচনে তৃণমূল যে বিপুল ভোটে জিতবে, তা মোটামুটি ধরেই নেওয়া হয়েছিল। গত বিধানসভা নির্বাচনে তাদের বিপুল জয় রাস্তা তৈরি করেই রেখেছিল। অন্যদিকে গত ১০ বছরে বাম এবং কংগ্রেসের ভোট শতাংশ ক্রমশ কমেছে। গত বিধানসভা নির্বাচনে দুটি দল একটিও আসন জিততে পারেনি। সেই বামেরাই পুরভোটে খানিকটা হলেও ঘুরে দাঁড়াল। ভোট বিশেষজ্ঞরাও আশা করেননি, তাহেরপুর বামেরা দখল করতে পারবে। ফলে বামেদের একটি পুরসভা পাওয়া রাজ্য রাজনীতিতে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। তবে বামেরা সামান্য ঘুরে দাঁড়ালেও কংগ্রেসের আরও ভরাডুবি হয়েছে। একসময় গোটা মুর্শিদাবাদেই অপ্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস। সাম্প্রতিককালেও বহরমপুরের অলিখিত নবাব হিসেবে দেখা হতো কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে। সেই অধীর-ম্যাজিকও শেষরক্ষা করতে পারলেন না।

গতকাল সবমিলিয়ে ২২৭৪টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে তৃণমূল জিতেছে ১৯৪৭টি। বামেরা জিতেছে ৬৪টি, বিজেপি ৬২টি এবং কংগ্রেস ৬০টি আসন। তবে তৃণমূল পুরবোর্ড গঠন করবে ১০২টি পুরসভায়। এরমধ্যে বেশ কয়েকটি পুরসভা কার্যত বিরোধীশূন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর