বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

এনইসির বৈঠকেই পড়ে গেলেন জননিরাপত্তা সচিব

উবায়দুল্লাহ বাদল

ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের (এনইসি) বৈঠক চলাকালে অসুস্থ হয়ে পড়েন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। এ সময় তিনি চেয়ার থেকে পড়ে যান এবং বমি করেন। দ্রুত তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে তার একান্ত সচিব (পিএস) সোহেল আহমেদ নিশ্চিত করেছেন। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, সচিবের ইসিজি করানোর পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। সূত্র জানায়, গতকাল সকাল ৯টায় সচিব জননিরাপত্তা বিভাগে নিজ দফতরে যান। সেখান থেকে এনইসি বৈঠকে যোগ দিতে মন্ত্রিপরিষদ বিভাগে যান। এনইসি বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে পরিকল্পনা কমিশন এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সকাল ১০টা ১০ মিনিটে শুরু হওয়া বৈঠকে ১০টা ৫০ মিনিটে হঠাৎ অসুস্থবোধ করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। এ সময় তিনি মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে যান এবং বমি করেন। এরপর সচিবালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করান। গত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতালেই ছিলেন। হয়তো তার আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নেওয়া লাগতে পারে বলে সংশ্লিষ্টরা বলেছেন। বিষয়টি নিয়ে নাম প্রকাশ করে কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সিনিয়র সচিব আখতার হোসেনের শরীরে পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়লে রিং পরানো হয়েছে।

সর্বশেষ খবর