শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

কুমিল্লায় মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে গতকাল ৪০ কিলোমিটার জুড়ে যানজটে দুর্ভোগে পড়ে অসংখ্য যাত্রী -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৪০ কিলোমিটার জুড়ে যানজটে দুর্ভোগে পড়ে অসংখ্য যাত্রী। গতকাল বিকাল ৩টার দিকে ৮ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। সকাল ৭টার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে লরি দুর্ঘটনায় যানজটের সৃষ্টি হয়। সে যানজট দাউদকান্দির গৌরিপুর থেকে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

দাউদকান্দি থেকে কুমিল্লায় আসা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোহাম্মদ            মহসিন বলেন, ‘সকাল ৭টায় রওনা দিয়ে সাড়ে ১১টায় কুমিল্লায় পৌঁছি। একে তো তীব্র গরম তার ওপর যানজট। এতে শিশু ও বৃদ্ধরা চরম ভোগান্তিতে পড়েন।’ চাঁদপুরের সিরাজউল্লাহ সিরাজ বলেন, ‘সকাল ৭টায় যাত্রা করে দুপুর ২টায় দাউদকান্দি পৌঁছাতে পারিনি। দুই দিকেই জ্যাম। কোনো দিকে গাড়ির চাকা ঘুরছে না।’ কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। বিকালের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর