সোমবার, ৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

মেলার মধ্যমণি বঙ্গবন্ধু

মোস্তফা মতিহার

মেলার মধ্যমণি বঙ্গবন্ধু

অমর একুশে বইমেলায় মূর্ত হয়ে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা ও ইতিহাসসহ সাহিত্যের নানা মাধ্যমের শতাধিক বইয়ের মাধ্যমে এবারের মেলার মধ্যমণি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে তার বইয়ের পাশাপাশি এই মহানায়কের ছবি দিয়েও সাজানো হয়েছে বেশ কিছু স্টল ও প্যাভিলিয়ন। তার বইয়ের প্রতিরূপও প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে। মেলার অবয়বের সঙ্গেই যেন মিশে আছেন মহাকালের এই মহানায়ক। গতকাল মেলার ২০তম দিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রায় শতাধিক বই প্রকাশ হয়েছে। নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য মতে, গতকাল বইমেলায় নতুন বই এসেছে ৪৬টি। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান : বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি : নীলিমা ইব্রাহিম’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন নিশাত জাহান রানা। আলোচনায় অংশ নেন আজিজুর রহমান আজিজ এবং আহমেদ মাওলা। সভাপতিত্ব করেন অধ্যাপক মনিরুজ্জামান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি জাহিদ মুস্তাফা এবং নাসরীন নঈম। আবৃত্তি করেন শাকিলা মতিন মৃদুলা এবং মো. মাহমুদুল হাকিম। এতে একক সংগীত পরিবেশন করেন শিল্পী খুরশিদ আলম, মুর্শিদ আনোয়ার, আঞ্জুমান আরা শিমুল, ফারহানা শিরিন, চম্পা বণিক, অনন্যা আচার্য্য, মো. রেজওয়ানুল হক, মেহেরুন আশরাফ। দলীয় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সাংস্কৃতিক সংগঠন ‘সংগীত ভবন’-এর শিল্পীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর