শিরোনাম
সোমবার, ৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

মুহিবুল্লাহ হত্যায় আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ও রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যার ফতোয়াদাতা কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার মৌলভী জাকারিয়াকে (৫৫) গ্রেফতার করেছে ১৪ এপিবিএন।

শনিবার সন্ধ্যায় উখিয়া ক্যাম্পের লম্বাশিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মৌলভী জাকারিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের পুলিশ সুপার নাইমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত বছর ২৯ সেপ্টেম্বর রাতে ক্যাম্পে খুনের শিকার রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহর সঙ্গে কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার মৌলভী জাকারিয়ার রোহিঙ্গাদের বিষয়ে মতবিরোধ ছিল। মাস্টার মুহিবুল্লাহ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে জোরালো অবস্থানের কারণে কথিত আরসার ফতোয়া বিভাগের প্রধান মৌলভী জাকারিয়া তাকে হত্যার পক্ষে ফতোয়া দেন। এরপর মুহিবুল্লাহকে হত্যা করা হয়। মুহিবুল্লাহ হত্যাকান্ডের পর থেকে জাকারিয়া আত্মগোপনে চলে যান। তাকে ধরতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছিল। চার মাস চেষ্টার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার নাইমুল হক। উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ায় লম্বাশিয়া এলাকায় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে তার কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়।

 

সর্বশেষ খবর