মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

খুঁড়িয়ে চলছে দুই সিটির খাল সংস্কার

আসন্ন বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা

হাসান ইমন

খুঁড়িয়ে চলছে দুই সিটির খাল সংস্কার

ঢাকা দুই সিটি করপোরেশনে ২৬ খাল হস্তান্তরের এক বছর পার হলেও এখনো সংস্কারে তেমন অগ্রগতি হয়নি। খাল সংস্কারে নেওয়া দুই সিটির প্রকল্পগুলো পাস না হওয়ায় কার্যক্রম শুরু করতে পারেনি সংস্থা দুটি। যদিও গত বছর দুই সিটি করপোরেশন বিচ্ছিন্নভাবে এসব খালে উচ্ছেদ ও পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়েছে। এসব কার্যক্রম পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত নয় বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। তারা বলেন, সময় উপযোগী প্রদক্ষেপ না নিলে আসন্ন বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এ প্রসঙ্গে নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, শীত মৌসুম শেষ, সামনে বর্ষা। সিটি করপোরেশনের কাছে খাল হস্তান্তরের এক বছর পার হলেও খনন কার্যক্রম এখনো শুরু হয়নি। যদিও দায়িত্ব নেওয়ার পর থেকে বিচ্ছিন্নভাবে খাল থেকে কিছু বর্জ্য অপসারণ করেছে সংস্থা দুটি। বর্ষা এলে পানি নিষ্কাশনে তা উপযুক্ত হবে না। আলাদা প্রকল্প নিয়ে খনন কার্যক্রম শুরু করা উচিত। তিনি আরও বলেন, কিছু কিছু খাল আছে যেগুলো মাটি ও বর্জ্য দিয়ে পানির প্রবাহ পথ বন্ধ হয়ে গেছে। এসব স্থানগুলো চিহ্নিত করে খনন কাজ করতে হবে। বর্ষা মৌসুমের আগে খালের সংস্কার না হলে নগরীতে এবারও জলাবদ্ধতার আশঙ্কা করছেন এই নগর পরিকল্পনাবিদ। ২০২০ সালের ৩১ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের সমঝোতায় ঢাকা ওয়াসার কাছ থেকে ২৬টি খাল ঢাকার দুই সিটি করপোরেশনে হস্তান্তর করা হয়। এগুলোর মোট দৈর্ঘ্য ৮৪ দশমিক ৫ কিলোমিটার। একই সঙ্গে ৩৮৫ কিলোমিটার স্টর্ম ওয়াটার ড্রেন এবং ১০টি বক্স কালভার্টও গ্রহণ করে দুই সিটি। এর বাইরে ডিএসসিসির ৯৫০ কিলোমিটার ড্রেন এবং ডিএনসিসির ১২৫০ কিলোমিটার পাইপ নর্দমা রয়েছে। বর্তমানে দুই সিটিতে ৯২টি হটস্পট চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। সেগুলো পরিষ্কার ও খনন করে আগামী বর্ষায় জলাবদ্ধতা লাঘবে কাজ চলছে। খালের দায়িত্ব পাওয়ার পর ডিএনসিসি ২৭ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে এর সীমানা নির্ধারণ কাজ শুরু করেছে। তবে এ কাজে পিছিয়ে আছে ডিএসসিসি। ডিএসসিসি সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৩টি খাল থেকে বর্জ্য অপসারণ শুরু করেছে। এ ছাড়া খাল বন্ধ করে তৈরি করা বক্স কালভার্টের (পান্থপথ ও সেগুনবাগিচা) বর্জ্য অপসারণের কাজ চলছে।  খালের মধ্যে মান্ডা, জিরানী, হাজারীবাগ ও শ্যামপুর খাল খনন করে আধুনিকায়ন করার লক্ষ্যে ৯৪৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করে ডিএসসিসি। তখন প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছিল সেপ্টেম্বর ২০২১ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। কিন্তু পরিকল্পনা কমিশন প্রকল্প প্রস্তাবনার ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে সেগুলো সংশোধনের জন্য ফেরত পাঠায়। সিটি করপোরেশন সংশোধন করে আগামী সপ্তাহে তা মন্ত্রণালয়ে পাঠাবে। এ বিষয়ে ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের বলেন, খালের দায়িত্ব নিয়ে এ এলাকার জলাবদ্ধতাপ্রবণ ৫০টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। সেগুলোর পরিষ্কার ও উন্নয়ন কাজ চলছে। এবার বর্ষায়ও জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করে তা সংস্কারে বিশেষ মনোযোগ দেওয়া হবে। তিনি আরও বলেন, খাল সংস্কারে ৯৪৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। গত বছর মন্ত্রণালয় সংশোধনীর জন্য ফেরত পাঠায়। ইতোমধ্যে আমরা সংশোধন করেছি। আগামী সপ্তাহে প্রকল্পটি আবার মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রকল্পটি পাস হলে কাজ শুরু হবে। ডিএনসিসি সূত্র জানায়, ডিএনসিসি এলাকায় প্রধান ও শাখা মিলে ২৯টি খাল রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে কাঁটাসুর খাল, রামচন্দ্রপুর খাল, কল্যাণপুর প্রধান খাল, কল্যাণপুর ক খাল, কল্যাণপুর খ খাল, কল্যাণপুর ঘ খাল, কল্যাণপুর ঙ খাল, কল্যাণপুর চ খাল, রূপনগর প্রধান খাল, রূপনগর শাখা খাল (আরামবাগ), রূপনগর শাখা খাল (দুয়ারীপাড়া), রূপনগর শাখা খাল (চিড়িয়াখানা), মিরপুর দিয়াবাড়ী খাল, ইব্রাহীমপুর খাল, বাউনিয়া খাল, আবদুল্লাহপুর খাল, দ্বিগুণ খাল, ধউর খাল, বাইশটেকি খাল, সাংবাদিক কলোনি খাল, কসাইবাড়ি খাল, মহাখালী খাল, উত্তরা দিয়াবাড়ী খাল, বেগুনবাড়ি খাল, শাহজাদপুর খাল, সূতিভোলা খাল, ডুমিনি খাল, বোয়ালিয়া খাল, গোবিন্দপুর খাল ও নরাই খাল। ডিএনসিসি সিএস রেকর্ড ধরে এসব খালের সীমানা পিলার নির্ধারণ করবে।  এ প্রসঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, খালের সীমানা নির্ধারণের জন্য আমরা সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছি। ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে। কয়েকটি খালের সীমানা পিলার বসিয়েছে তারা। খুব দ্রুততম সময়ে খালের সীমানা নির্ধারণের কাজ শেষ হবে। এই কাজগুলো শেষ হলে খালের সৌন্দর্য বর্ধনে প্রকল্প নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ৪২টি স্থান চিহ্নিত করেছি। এসব স্থানের বর্জ্য অপসারণের কাজ চলছে। যাতে বৃষ্টির পানি খাল দিয়ে দ্রুত সরে যায়।

সর্বশেষ খবর