মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নূরনবী (৫১) নামে আরেকজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। গতকাল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম আইউব হোসেন জানান, মালিবাগের গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনকে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন নূরনবী নামে একজন মারা গেছেন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে একই ঘটনায় রবিবার দুপুর ১টায় হেলাল উদ্দিন মারা গেছেন। আর রাত সাড়ে ১০টায় মারা যান নাদের আলী। এ ছাড়া গতকাল ভোরে মারা যান সিদ্দিক। হেলালের শরীরের ৮৫ শতাংশ এবং নাদেরের ৪৩ শতাংশ ও সিদ্দিকের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ২ মার্চ রাত ১টায় মালিবাগ চৌধুরীপাড়ায় একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে ওই রাতেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর