মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি

‘আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়’, চিরকুট লিখে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিক। রবিবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের কানদেব পালের ছেলে ও বিদ্যুৎ কেন্দ্রের ডেইলি শ্রমিক রিপন পাল (২২) গাছে ঝুলে আত্মহত্যা করেন। এর আগে গত শনিবার মোংলায় ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের হিসাব বিভাগের সহকারী ম্যানেজার ভারতীয় নাগরিক অরবিন্দ কুমার শ্রীবাস্তা (৪১)। পুলিশ জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন পাল রামপাল কলেজে লেখাপড়ার পাশাপাশি তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডেইলি শ্রমিকের কাজ করতেন। রবিবার রাত ৯টার দিকে ঘর থেকে বের হয়ে পাশের একটি আম গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রিপন। পরে পরিবার ও আশপাশের লোকজনের খবরে পুলিশ রাতেই রিপনের লাশ উদ্ধার করেন। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সামসুদ্দীন বলেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে একটি চিরকুট পাওয়া গেছে তার কাছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদের কারণেই সে আত্মহত্যা করেছে। গতকাল দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

 

সর্বশেষ খবর