সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

অগ্রণী ব্যাংক বড় ঋণে ‘দক্ষ সংগঠক’

নিজস্ব প্রতিবেদক

শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বড় আকারের ঋণের দক্ষ সংগঠক হিসেবে ভূমিকা রাখছে অগ্রণী ব্যাংক। সাফল্য কেবল ঋণ বিতরণে নয়, আদায়ের ক্ষেত্রেও পারদর্শিতা দেখিয়েছে ব্যাংকটি। এ ধরনের ঋণে কোনো খেলাপি নেই প্রতিষ্ঠানটির। অগ্রণী ব্যাংক ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত ৯৭টি প্রকল্পের সিন্ডিকেশন ঋণ মঞ্জুর করেছে। এর মধ্যে ২৬টি ঋণের ক্ষেত্রে প্রধান সংগঠকের (লিড অ্যারেঞ্জার) ভূমিকা পালন করে ব্যাংকটি।

অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি সিন্ডিকেশন বা কনসোর্টিয়াম ব্যবস্থার আওতায় মোট ৬ হাজার ৩০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। যার মধ্যে বিতরণ হয়েছে ৪ হাজার ৪০২ কোটি টাকা। বিতরণকৃত ঋণ আদায়ের হার ৯০ শতাংশ। সিন্ডিকেশন ঋণের আওতায় মঞ্জুরিকৃত ৬ হাজার ৩০০ কোটি টাকা ঋণের মধ্যে লিড অ্যারেঞ্জার হিসাবে ৪ হাজার ৪০৫ কোটি টাকার ব্যবস্থা করে অগ্রণী ব্যাংক। এই অর্থের ৩ হাজার ৯৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। লিড অ্যারেঞ্জার হিসাবে ঋণ আদায়ে বেশি দক্ষতা দেখিয়েছে রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে বিতরণকৃত ঋণের আদায় ৯০ শতাংশ। ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রের জন্য সিন্ডিকেশন ব্যবস্থার আওতায় মোট ৪ হাজার ৭৩ কোটি টাকা প্রকল্প ব্যয়ের বিপরীতে ৩ হাজার ৫৫ কোটি টাকার তহবিল জোগানে লিড অ্যারেঞ্জার ও এজেন্ট ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন, ‘সিন্ডিকেশনে আমাদের পারফরম্যান্স রিয়েলি রিয়েলি স্টানিং অ্যান্ড হার্টেনিং। এ ক্ষেত্রে আমাদের কোনো এনপিএল (নন পারফর্মিং লোন) নেই। ব্যাংকিং এরিনাতে অগ্রণী ব্যাংকিংকে বলা হয় যে অগ্রণী ব্যাংক একক দক্ষতা অর্জন করেছে।’ সিন্ডিকেশন লোনের ক্ষেত্রে অগ্রণী ব্যাংকের ‘একটা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স’ আছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান। শামস-উল ইসলাম আরও বলেন, ‘কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন, দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে ৫ হাজার ৮০০ কোটি টাকার মতো একটা প্রকল্প আসছে। সেখানেও অগ্রণী ব্যাংক লিড অ্যারেঞ্জার। পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের দিক থেকেও অগ্রণী ভূমিকা রেখেছে অগ্রণী ব্যাংক। সেতুটি নির্মাণে বৈদেশিক মুদ্রার শতভাগ জোগান দিয়েছে এই ব্যাংকটি। এ ছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়নেও আমরা লিডার। জনতা ব্যাংকও সেখানে আছে। আমরা অনেক সেক্টরেই এই সাফল্য অর্জন করে যাচ্ছি।’

 

সর্বশেষ খবর