সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

৩৮ জেলায় মেলেনি কোনো করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৩ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছে তিনজন। তবে এই সময়ে ৩৮টি জেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি। এর মধ্যে ৪টি জেলায় হয়নি কোনো নমুনা পরীক্ষা। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় রোগী না পাওয়া জেলাগুলো হলো- গাজীপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, জামালপুর, বান্দরবান, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খুলনা, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর ও গাইবান্ধা। এ ছাড়া নমুনা পরীক্ষা না হওয়ায় রোগী মেলেনি মুন্সীগঞ্জ, শরীয়তপুর, বাগেরহাট ও হবিগঞ্জ জেলায়। গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের নমুনা পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলাতেই নতুন কোনো করোনা রোগীর সন্ধান মেলেনি। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ছিল ১.৮৮ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন। প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ১১১ জন।

সর্বশেষ খবর