মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিয়ার বাজার ও উপজেলা সদর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অযাচিত দাম বৃদ্ধি, মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুক। অভিযানে মিয়ার বাজারের আবসার স্টোরকে ১ হাজার টাকা, নজরুল স্টোরকে ১ হাজার টাকা, আতিক স্টোরকে ৫০০ টাকা, আবদুল হামিদ স্টোরকে ৫০০ টাকা, উপজেলা সদর বাজারের আনন্দ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন,  লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসকে সামনে রেখে পণ্যের দাম বৃদ্ধি করার পাঁয়তারা করছে। অভিযানের লক্ষ্য মূলত ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা। সবাইকে অযাচিত দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করার জন্যে সতর্ক করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কোনো ব্যবসায়ী পণ্যের দাম অবৈধভাবে বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর