মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

ঋণের বোঝা বইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি

ঋণের বোঝা সইতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন আবদুল্লাহ (৩৩) নামের এক ব্যবসায়ী। তার বাড়ি শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামে। তিনি রবিবার রাত ২টায় নিজ বাড়িতে চাল সংরক্ষণে ব্যবহার্য কীটনাশকের ট্যাবলেট খেয়ে মারা যান। স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন তালুকদার জানান, নলবুনিয়া বাজারের ফাস্টফুড ব্যবসায়ী আবদুল্লাহ ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন। তিনি রবিবার রাত ১টার দিকে ফাস্টফুডের দোকান বন্ধ করে বাড়ি গিয়ে একটি চিরকুট লিখতে শুরু করেন। চিরকুটে তিনি লিখেছেন, ‘আমি মারা গেলে আমার জমিজমা বিক্রি করে সবার দেনা শোধ করে  দেবেন। আমার সম্পত্তি আমার ভাই-বোনকে দেবেন না। দেনা শোধের পর যে জমি থাকবে তা আমার স্ত্রী ও মেয়ের থাকবে। তাদের কোথাও তাড়াবেন না। এটা আমার দাবি। সবাই স্বার্থপর শুধু আমি নই।’ চিরকুট লেখার পর তিনি স্ত্রীকে বলেন, আমি চলে যাচ্ছি মেয়েকে দেখে রাখিস বলে চালে দেওয়া কীটনাশক ট্যাবলেট খান ব্যবসায়ী আবদুল্লাহ। এ সময় তার স্ত্রীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে আবদুল্লাহকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, আবদুল্লাহর আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। কোনো পাওনাদার বা অন্য কেউ তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর