বুধবার, ১৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

মসজিদের টাকা তোলা নিয়ে সংঘর্ষ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই নারীসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। সদর উপজেলার মাছেরদাইড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।

আহতরা হলেন, মাছেরদাইড় গ্রামের মোহাম্মদ রাজু (৩০), মোহাম্মদ ইব্রাহিম (৫২), তোতা মিয়া  (৩৪), মোহাম্মদ শাওন (২২), ইছানুল হক (৫০), মোহাম্মদ মাহাবুল (৪০), মোহাম্মদ অনিক (১৭), আশকার আলী (৪০), রিজিয়া পরভীন (৪৬), তাইজেল আলী (৩৫), বাবুল আলী (৪০) ও মোহাম্মদ সালাউদ্দিন (৪০)। স্থানীয় ইউপি সদস্য আসাদুল হক জানান, ইমামের বেতন ও মসজিদ উন্নয়নের অর্থ উত্তোলন নিয়ে বেশ কিছুদিন ধরে কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ ও কোষাধ্যক্ষ আশকার আলীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে সবাই আশঙ্কামুক্ত। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর