বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ ০০:০০ টা
ইউনিসেফের জরিপ

বাল্যবিয়েতে শীর্ষে চাঁপাইনবাবগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাল্যবিয়ের হারে শীর্ষে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। বাল্যবিয়ের পরিসংখ্যানে ১৫ বছরের নিচে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৯ ভাগ। যা দেশে প্রথম এবং রাজশাহী জেলায় ২৮ ভাগ, যা দেশের মধ্যে চতুর্থ। ১৮ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭৩ ভাগ এবং রাজশাহী জেলায় ৭০ ভাগ। গতকাল ইউনিসেফের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) আয়োজনে শিশু বিবাহ প্রতিরোধে নেটওয়ার্ক সদস্যদের দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ওরিন্টেশনে এই জরিপের তথ্য তুলে ধরা হয়। রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায় কাজ করছে এসিডি। ইউনিসেফের জরিপ বলছে, দেশের মোট জনসংখ্যার মধ্যে ৩ কোটি ৮০ লাখ মেয়ের বিয়ে হয় ১৮ বছর বয়সের আগে। এর মধ্যে আবার ১ কোটি ৩০ লাখের বিয়ে হচ্ছে ১৫ বছরের আগে। ১৫ বছরের আগে বিয়ের হার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৯ ভাগ, নড়াইল ২৭, নওগাঁ ৩১, রাজশাহী ২৮, বাগেরহাট ২০, বগুড়া ১৯, টাঙ্গাইল ১৭, কুমিল্লা ১০, ময়মনসিংহ ১৭, ঢাকা ১৬, চট্টগ্রাম ৭, শেরপুর ২৪, ভোলা ১৯, কুষ্টিয়া ১৮, খুলনা ১৮, নীলফামারী ১৬, পটুয়াখালী ১৪, জামালপুর ২২ ও নেত্রকোনা ৮ ভাগ। ১৫ বছরের পরে তবে ১৮ বছরের আগে বিয়ের হার চাঁপাইনবাবগঞ্জ জেলা ৭৩ ভাগ, নড়াইল ৭১, নওগাঁ ৭১, রাজশাহী ৭০, বাগেরহাট ৭০, বগুড়া ৬৯, টাঙ্গাইল ৬১, কুমিল্লা ৫৩, ময়মনসিংহ ৫০, ঢাকা ৪১, চট্টগ্রাম ৩৯, শেরপুর ৬৪, ভোলা ৬০, কুষ্টিয়া ৫৯, খুলনা ৫৯, নীলফামারী ৫৯, পটুয়াখালী ৫৯, জামালপুর ৫৯ ও নেত্রকোনা ৪৩ ভাগ। এসিডির প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে এই জরিপ কার্যক্রম চালানো হয়েছে। এখানে ফুটে উঠেছে বাল্যবিয়ের অবস্থা। বাল্যবিয়ের ক্ষেত্রে সীমান্ত জেলাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ নিতে হবে। জরিপের ফলাফল তুলে ধরে সরকারকে সেই সুপারিশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর