রবিবার, ২০ মার্চ, ২০২২ ০০:০০ টা

৫ কোটি ৬৭ লাখ টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফনদের খুরের দ্বীপে অভিযান চালিয়ে ৫ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের এক কেজি ১৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোররাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে হ্নীলা বিওপির টহলদল তাৎক্ষণিকভাবে ওই এলাকার কেওড়া জঙ্গলে গোপনে অবস্থান নেয়। কিছুুুুক্ষণ পর দুই ব্যক্তিকে মিয়ানমার হতে কাঠের নৌকাযোগে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি  টের পেয়ে মিয়ানমারের দিকে ফিরে যেতে থাকে। এ সময় বিজিবি সন্দেহভাজনদের থামানোর চেষ্টা চালায়। একপর্যায়ে তারা নৌকা থেকে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারে ডুব দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরে টহলদল নৌকায় তল্লাশি চালিয়ে ৫ কোটি ৭ লাখ টাকা মূল্যের ১ কেজি ১৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ লাখ টাকার ১০ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

 

সর্বশেষ খবর