বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

হায়দরাবাদে অগ্নিদগ্ধ হয়ে ১১ জনের প্রাণহানি

কলকাতা প্রতিনিধি

ভারতের হায়দরাবাদে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেছে ১১ পরিযায়ী শ্রমিকের। কাঠ-প্লাস্টিক-লোহার টুকরা মজুদ রাখার স্ক্রাপ গুদামে ওই বিধ্বংসী আগুনে এ মৃত্যু হয় বলে জানা গেছে। নিহতরা প্রত্যেকেই বিহারের আজমপুরা গ্রামে বাসিন্দা। প্রায় দেড় বছর ধরে তারা প্রত্যেকেই হায়দরাবাদ শহরের ওই গুদামটিতে কর্মরত ছিলেন। পুলিশ এরই মধ্যে তদন্তে নেমেছে। তবে কী কারণে এ আগুন লেগেছে এর প্রকৃত কারণ নিশ্চিত করা না গেলেও প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এর সূত্রপাত। গতকাল ভোর রাত আনুমানিক ৪টা নাগাদ তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরের ভোইগুডা এলাকায় ওই গুদামটিতে আগুন লাগে বলে জানা গেছে। গুদামটিতে কাঠ,

প্লাস্টিকসহ প্রচুর দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই গুদামের ভিতর ঘুমিয়েছিলেন ১২ জন পরিযায়ী শ্রমিক। ফলে ঘুমের মধ্যেই আগুনের তীব্রতা ও ধোঁয়ায় মারা যান তারা। তবে আগুন লাগার পর মাত্র একজন শ্রমিক জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারলেও তার অবস্থা সংকটাপন্ন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি সেখানে এসে পৌঁছায় এবং তাদের প্রচেষ্টায় বেশ কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ খবর