বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি। এ সময় নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। মানুষের মধ্যে হাহাকার পড়েছে। এর বিপরীতে সরকারের টিসিবি কর্মসূচি অপ্রতুল। আসছে রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে না এলে মানুষের ভোগান্তির সীমা থাকবে না। এ ব্যাপারে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান, গতকাল সকালে রংপুর সিটি করপোরেশনের মেয়রসহ মহানগরের সেন্ট্রাল রোডে জাপা কার্যালয় থেকে জেলা, মহানগর জাতীয় পার্টিসহ ১৭টি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে রংপুর প্রেস ক্লাব চত্বরে আসেন। সেখানে মানববন্ধন সমাবেশে মহানগর জাতীয় পার্টির সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও যুগ্মমহাসচিব এস এম ইয়াসির আহমেদ। নীলফামারীর চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব সাজ্জাদ পারভেজ। সুনামগঞ্জে শহরের ট্রাফিক পয়েন্টে জেলা জাপা ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে। সাজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ প্রমুখ। ময়মনসিংহ মহানগরের গঙ্গাদাশ গুহ রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মানিকগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে শহীদ রফিক সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. বিল্লাল হোসেন খান, ইয়াহিয়া চৌধুরী ইনু প্রমুখ। লালমনিরহাট সদর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া কুড়িগ্রাম, টাঙ্গাইল, সাতক্ষীরা, নোয়াখালী, নেত্রকোনা, মাগুরা, জয়পুরহাট, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, বরিশালসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর