বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা
গণশুনানি অনুষ্ঠিত

গ্যাসের দাম ১১৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে তিতাস

নিজস্ব প্রতিবেদক

তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অন্যান্য গ্যাস বিতরণ কোম্পানির মতোই গড়ে গ্যাসের দাম ১১৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে। পাশাপাশি বিতরণ চার্জ ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৬৮ পয়সা করার আবেদন করেছে। তবে বিইআরসি কারিগরি কমিটি বিদ্যমান বিতরণ চার্জও বাতিলের সুপারিশ করেছে।

টেকনিক্যাল কমিটি তিতাসের গ্যাসের দাম ২০ শতাংশ বৃদ্ধির সুপারিশ দিয়েছে। গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানিতে এ সুপারিশ করে বিইআরসির কারিগরি কমিটি। শুনানিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ বলেন, তিতাসের অনেক বকেয়া। আমাদের প্রতিমাসে বিল হয় প্রায় ১৫০০ কোটি টাকা। চার মাসের বিল বকেয়া পড়লে পরিমাণ কোথায় গিয়ে দাঁড়ায়। বিল দিতে চান না, লাইন কাটতে গেলে মামলা দেন। এভাবে চলতে পারে না। কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিলের নেতৃত্বে শুনানি গ্রহণে উপস্থিত রয়েছেন সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক ও মো. কামরুজ্জামান। এদিন বিকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর