শনিবার, ২৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

চোখ রাঙাচ্ছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট

যুদ্ধের ডামাডোলে মানুষ ভুলতে বসেছিল করোনা মহামারি। এর মধ্যেই বিশ্বজুড়ে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২। ধরনটির কারণে এক বছরের বেশি সময় পর ফের মৃত্যু দেখেছে চীন। আবারও লকডাউন দিয়েছে দেশটি। আশঙ্কা দেখা দিয়েছে চতুর্থ ঢেউয়ের। হংকং, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে হুহু করে বাড়ছে সংক্রমণ। এক দিনেই সাড়ে ৩ লাখের বেশি আক্রান্ত শনাক্ত হচ্ছেন অনেক দেশে। ভাইরাসটির উপসর্গ মৃদু হলেও দীর্ঘমেয়াদে মানবদেহের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন চীনের কভিড বিশেষজ্ঞ প্যানেলের প্রধান লিয়াং ওয়ানিয়ান। সম্ভাব্য চতুর্থ ঢেউ মোকাবিলায় বাংলাদেশের করণীয় জানতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন সিনিয়র রিপোর্টার -শামীম আহমেদ

সর্বশেষ খবর