মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা
জোড়া খুনের দায়ে আসামির ফাঁসি বহাল

বর্বরতার শাস্তি মৃত্যুদন্ডই যথার্থ : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের জোড়া খুনের মামলার একমাত্র আসামি গোলাম মোস্তফা মিঠুর মৃত্যুদন্ড বহাল রেখেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. রেজাউল হাসান (এম আর হাসান) ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স গ্রহণ ও আসামির আপিল খারিজ করে এ রায় দেয়। রায়ে হাই কোর্ট বলেছে, বর্বরতার শাস্তি  মত্যুদন্ডই যথার্থ। এ মামলায় ২০১৬ সালের ২৬ জুন আসামিকে মৃত্যুদন্ড দিয়েছিল বিচারিক আদালত। হাই কোর্টে ডেথ রেফারেন্স শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাজাহান, আনারুল ইসলাম শাহিন ও আমির হোসেন। বাদীপক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক খান ফরিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরওয়ার হোসেন বাপ্পি। রায়ে আদালত বলে, সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত আলামত, সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত প্রতিবেদনসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে জোড়া খুনের ঘটনা এবং এর সঙ্গে মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তির সংশ্লিষ্টতা প্রমাণ হয়েছে। আদালত আরও বলে, ভিকটিম দুজন স্বামী-স্ত্রী। একই সঙ্গে তারা বৃদ্ধ। তাদের নিজ গৃহে খুন করা হয়েছে। প্রত্যেক নাগরিকের জন্যই নিজ গৃহে নিরাপত্তা নিশ্চিত হওয়া অপরিহার্য। এখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী চাপাতি-দা ক্রয় করে বৃদ্ধা ও বৃদ্ধকে উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ধরনের বর্বর খুনের শাস্তি মৃত্যুদন্ডই যথার্থ। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ জুলাই আবদুল হক (৬৫) ও তার স্ত্রী রায়হাতুন নেসাকে (৫৫) ময়মনসিংহে তাদের নিজ বাসভবনে হত্যা করা হয়। গোলাম মোস্তফা মিঠু (২২) তাদের হত্যা করে। খুন হওয়া বৃদ্ধ ও বৃদ্ধার বাসায় ভাড়া থাকার সুবাদে সুসম্পর্ক গড়ে ওঠে আসামির। একপর্যায়ে টাকা ধার চাইলে ভিকটিমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পনা করে তাদের হত্যা করে আসামি। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচার শেষে ২০১৬ সালের ২৬ জুন আসামি গোলাম মোস্তফা মিঠুকে মৃত্যুদন্ড দেয় বিচারিক আদালত। পরে আইন অনুযায়ী মৃত্যুদন্ডের রায় ডেথ রেফারেন্স হিসেবে হাই কোর্টে আসে। একই সঙ্গে আসামিও আপিল করে। ডেথ রেফারেন্স ও আপিল একসঙ্গে শুনানি শেষে গতকাল রায় দেয় হাই কোর্ট।

সর্বশেষ খবর