বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা
ডা. বুলবুল হত্যা

রহস্য উদঘাটনে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ‘গরিবের ডাক্তার খ্যাত’ আহমেদ মাহি বুলবুলের খুনিদের চিহ্নিত করতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সন্দেহভাজন খুনিরা পুলিশের নজরদারির মধ্যে আছে। ঘটনার রহস্য জানতে তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত রবিবার ভোরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বুলবুল নিহত হন। সোমবার রংপুরে গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এদিন সংবাদ সম্মেলন করে ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বুলবুলের পরিবার ও সহপাঠীরা। এর আগে বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন ২৭ এপ্রিল দাখিলের দিন বেঁধে দিয়েছে আদালত। জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশপাশের অন্তত ২০টি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। ফুটেজ পর্যালোচনা করে তারা তিনজনকে চিহ্নিত করেছেন। গত দুদিনে ওই তিনজনকে শনাক্ত করতে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের ধারণা, ছিনতাইকারীর হাতে বুলবুল খুন হয়েছেন। তবে স্বজনদের দাবি, বুলবুল চিকিৎসা পেশার পাশাপাশি ঠিকাদারি ব্যবসাও করতেন। ঠিকাদারি নিয়ে কোনো বিরোধের জেরেও তিনি খুন হয়ে থাকতে পারেন। ডা. বুলবুল একজন দন্ত চিকিৎসক। রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বারে চিকিৎসা দিতেন তিনি। সেখানে দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। থানা পুলিশ ও ডিবির পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) একাধিক সংস্থা তদন্ত করছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাইফুল ইসলাম জানান, তারা খুনিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রেখেছেন। দ্রুতই রহস্য উদঘাটনের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর