বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

লালখান বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ওয়ার্ডে রেশন কার্ড বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় কাউন্সিলর অনুসারীদের মধ্যে পৃথক সংঘর্ষ হয়েছে। এত দুই পক্ষের তিনজন আহত হয়েছেন। সোমবার গভীর রাতে দফায় দফায় উত্তেজনার মধ্যে থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এ ঘটনায় গতকাল খুলশী থানায় মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও স্থানীয় কাউন্সিলর  আবুল হাসান মো. বেলালের অনুসারী খালেকুজ্জামান। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর লালখান বাজারে সোমবার গভীর রাতে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউন্সিলর আবুল হাসনাত বেলালের নেতা-কর্মীদের মধ্যে লালখান বাজার কর্নার হোটেল এলাকায় মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে। এ ঘটনায় পুলিশ বলেছে, অন্তত তিনজন আহত হয়েছে, তবে দুই পক্ষ আরও বেশি আহত হয়েছে বলে দাবি করেছে। এর আগে রবিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিদারুল ও আবুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এর জেরে দফায় দফায় কয়েকদিনে মারামারির ঘটনা ঘটে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেলালের বিরুদ্ধে রেশন কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন মাসুম। মঞ্চে থাকা বেল্লাল এর প্রতিবাদ জানান। এ ঘটনার জেরে সোমবার রাতে তারা মারামারিতে জড়ায়। এতে তিনজন আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে এলাকায় রাতভর উত্তেজনা ছিল। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান তিনি।

সর্বশেষ খবর