বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

বেনাপোল বন্দরে সংঘর্ষে তিন মামলা, আটক ৮

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল বন্দরের আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় তিনটি মামলা হয়েছে। সোমবার রাতে পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইন, বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনে এসব মামলা করা হয়। মামলায় আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে, সোমবার সন্ধ্যার পর স্থানীয় প্রশাসনের সঙ্গে কর্মরত শ্রমিকদের দফায় দফায় বৈঠকে জবরদখলকারী শ্রমিকদের আটক এবং বিচারের আশ্বাস পেয়ে গতকাল সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়। ফলে বন্দরে পণ্যের লোড আনলোড চলে।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, সোমবার সকাল ১০টার দিকে বেনাপোল পৌর কমিশনার ও হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রাশেদের নেতৃত্বে লাল পোশাক পরা ৪০ থেকে ৫০ জন বন্দরের সামনে এসে ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করে। এ সময় তারা প্রায় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে শ্রমিকরা পণ্য লোডিং-আনলোডিং বন্ধ করে দেয়। এরপর জড়িতদের গ্রেফতারে প্রশাসনের আশ্বাস পেয়ে মঙ্গলবার সকাল থেকে লোডিং-আনলোডিং শুরু করে। বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভূঁইয়া বলেন, বোমাবাজির ঘটনায় ‘সোমবার রাতে রাশেদের গাড়ি থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ আটজনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইন, বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা করা হয়েছে। মামলায় আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রধান অভিযুক্ত রাশেদকেও গ্রেফতারের চেষ্টা চলছে। বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর