শিরোনাম
সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করতে ভারত ও নেপাল চুক্তি

নয়াদিল্লি প্রতিনিধি

বিবিআইএন কাঠামো অনুযায়ী বাংলাদেশ ও ভুটানকে উৎপন্ন জলবিদ্যুৎ সরবরাহে চুক্তিবদ্ধ হলো ভারত ও নেপাল। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সফররত নেপালের প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেওবার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিয়ে এই যৌথ দলিল প্রকাশ করা হয়। এই দলিল অনুসারে, নেপালে উৎপন্ন জলবিদ্যুৎ প্রতিবেশী দেশগুলোতে সরবরাহ করা হবে। সার্ক দেশগুলোর মধ্যে ভারত-ভুটান-নেপাল ও বাংলাদেশ নিয়ে গঠিত হয়েছে উপ-আঞ্চলিক বিবিআইএন কাঠামো। এই কাঠামোর আওতায় চার দেশের মধ্যে বিদ্যুৎ, পরিকাঠামো ও যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে। যৌথ দলিল অনুসারে উভয় দেশ একমত হয়েছে যে, বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক প্রকল্প এবং সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হবে। উভয় দেশ নেপালে যৌথভাবে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করবে এবং সীমান্ত পারের অন্য দেশের ট্রান্সমিশন লাইন তৈরি করবে। দলিলে বলা হয়েছে, বিদ্যুৎ বিক্রির জন্য ভারত ও নেপালকে অভিন্ন সুবিধা দেওয়া হবে এবং যে দেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে সেখানকার স্থানীয় আইন অনুযায়ী বিদ্যুৎ বিক্রির ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থা গড়ে তোলা হবে বিবিআইএন প্রাতিষ্ঠানিক কাঠামোর সনদ অনুসারে। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মোদি নেপালে বিদ্যুৎ উদ্বৃত্ত হওয়ার প্রশংসা করেন। ঘোষিত যৌথ দলিল অনুসারে নেপালের পানিও যৌথভাবে ব্যবহার করা হবে। বলা হয়েছে- ভারতীয় কোম্পানি নেপালে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি এবং রিনিউবেল এনার্জি ক্ষেত্রে বিনিয়োগ করবে। এর সঙ্গে পঞ্চেস্বর বহুমুখী বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন নিয়ে দুই প্রধানমন্ত্রী আলোচনা করেছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান। ১৯৯৬ সালের মহাকালী চুক্তি অনুসারে হবে এই প্রকল্প তৈরি। এর আগে, শনিবার ভারত ও নেপালের মধ্যে প্রথম ট্রেন চালু হয়। ভারতের জয়নগর এবং নেপালের কুরথার মধ্যে যাত্রীবাহী ট্রেন চালু করেন দুই প্রধানমন্ত্রী।

 

সর্বশেষ খবর