সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নওগাঁয় বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি বিক্রি হয়

-জাকের আলী, এজেন্ট

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি বিক্রি হয়

বাংলাদেশ প্রতিদিনের নওগাঁর প্রথম এজেন্ট আলহাজ জাকের আলী বলেন, উত্তরের খাদ্যভান্ডার হিসেবে খ্যাত নওগাঁয় সবচেয়ে বেশি পত্রিকা বিক্রি হয় দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন। বগুড়ায় বাংলাদেশ প্রতিদিন ছাপা হওয়ায় প্রতিদিন ভোর বেলা পত্রিকা নওগাঁয় পৌঁছে। তাই নওগাঁর তিনটি এজেন্টের কাছে কোনো পত্রিকা অবিক্রীত থাকে না। সকাল ১০টার মধ্যে সব পত্রিকা শেষ হয়ে যায়। এতে পাঠকরাও খুব খুশি। তিনি জানান, তিনি প্রতিদিন ৮২০ কপি বাংলাদেশ প্রতিদিন বিক্রি করেন। বাংলাদেশ প্রতিদিনের একটি কপিও অবিক্রীত থাকে না। নওগাঁয় প্রায় ৩ হাজার কপি পত্রিকা চলে। এর মূল কারণ অল্প কথায় সব সংবাদ পাঠকরা পেয়ে যান। দামও কম। আর দীর্ঘ এক যুগ ধরে বাংলাদেশ প্রতিদিন নওগাঁ জেলায় তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, বগুড়া থেকে পত্রিকা ছাপা হওয়ায় আগের থেকে এখন আমাদের ও পাঠকদের বেশি সুবিধা হয়েছে। ভোর বেলা পাঠকদের হাতে পত্রিকা চলে যায়। তিনি যতগুলো পত্রিকা বিক্রি করেন তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি করেন বাংলাদেশ প্রতিদিন। তার অনেক হকার রয়েছে, যারা দুপুরের মধ্যেই বাংলাদেশ প্রতিদিন বিক্রি শেষ করেন। তাদের কাছে কোনো কপি অবিক্রীত থাকে না। বাংলাদেশ প্রতিদিন কেন বেশি বিক্রি হয়- জানতে চাইলে তিনি বলেন, মাত্র ৫ টাকায় পাঠক সব সংবাদ পান বলেই বেশি চলে। অন্য যেসব পত্রিকা রয়েছে সব মিলে বিক্রি হয় ৪০০ কপি। আর বাংলাদেশ প্রতিদিন বিক্রি হয় ৮২০ কপি। এ ছাড়া নওগাঁ জেলা শহর থেকে ধামইরহাট উপজেলার দূরত্ব বেশি হওয়ায় নওগাঁ থেকে পত্রিকা না যাওয়ায় জয়পুরহাটের বাংলাদেশ প্রতিদিনের এজেন্ট হাজেরা বেগমের কাছ থেকে ধামইরহাটের পত্রিকা বিক্রেতা জুলফিকার ১০৫ কপি বাংলাদেশ প্রতিদিন বিক্রি করেন। এক কথায় বাংলাদেশ প্রতিদিন মানেই বাংলাদেশ প্রতিদিন। এর বিকল্প কোনো পত্রিকা গত এক যুগ ধরে বাজারে নেই।

সর্বশেষ খবর