সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

গ্যাস সংকটে ইফতার তৈরিতে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

রোজার প্রথম দিনেই তীব্র গ্যাস সংকটে পড়েছে রাজধানীবাসী। এতে রোজাদাররা দিনভর রোজা রেখে বিকালে ইফতার তৈরি করতে গিয়ে ভোগান্তিতে পড়েন। গ্যাস সংকটের কারণে গতকাল নগরীর হোটেল- রেস্টুরেন্টগুলোতেও ইফতার বানাতে বেগ পেতে হয় কর্মচারীদের। গতকাল দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্যাস সংকটের কথা জানান। এর আগে বিবিয়ানা গ্যাসফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ সৃষ্টি হতে পারে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রাজধানীর যাত্রাবাড়ী, গ্রিন রোড, মগবাজার, সিদ্ধেশ্বরী ও মিরপুর এলাকার বাসিন্দারা জানান, দুপুরের পর থেকেই গ্যাস সংকট তীব্র হতে শুরু করে। দুপুর পেরিয়ে বিকাল হলেও গ্যাস সংকটের কারণে অনেকে ইফতার তৈরি করতে পারেননি। বাসায় ইফতার তৈরি করতে না পেরে অনেকে হোটেল থেকে ইফতার আনতে গিয়ে বিপাকে পড়েন। গ্যাস সংকটের কারণে অনেক হোটেল-রেস্টুরেন্টেও গতকাল ইফতার তৈরি করা যায়নি। ফলে ইফতার কিনতে গিয়েও অনেকে খালি হাতে ঘরে ফিরে আসেন। আবার বিভিন্ন পেশাজীবীদের যারা ঘরের বাইরে ইফতার করেন এবং বিভিন্ন অফিসের কর্মকর্তারাও হোটেল রেস্টুরেন্টে পর্যাপ্ত ইফতার পাননি বলে অভিযোগ করেন।

সর্বশেষ খবর