মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অচল ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে

যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আট লেনের পক্ষে বিশেষজ্ঞরা

অর্থনীতির নাভি হিসেবে খ্যাত ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে অচল অবস্থার তৈরি হয়েছে। প্রতিদিনই যানজটের কারণে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। লরি বড় ট্রাকের পাশাপাশি সব ধরনের যানবাহনই এ হাইওয়েতে চলাচল করে। সেই সঙ্গে কিছু এলাকায় বাজার এবং রিকশা ঠেলাগাড়ি সিএনজি ইজিবাইক সড়কটিকে বিশৃঙ্খল করে তোলার কারণে গড়ে ৫-৮ ঘণ্টা যানজট লেগেই থাকে। এ অবস্থা অব্যাহত থাকলে দেশের বাণিজ্য নগরী চট্টগ্রামের সঙ্গে সারা দেশের যোগাযোগে আগামী পাঁচ বছর পর থমকে যাবে। পরিস্থিতি উত্তরণে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াজ হায়দার চৌধুরী

আট লেন করা ছাড়া বিকল্প নেই

অনেক আগেই দরকার ছিল

বন্দরের পূর্ণ ব্যবহারের জন্য আট লেন চাই

সর্বশেষ খবর