বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি : নসরুল

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিবিয়ানা গ্যাসফিল্ডে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গত কয়েক দিন গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হয়েছিল। আমাদের প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলে আমরা এ সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। গতকাল বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমনটি জানান।

তিনি বলেন, বিবিয়ানা গ্যাসফিল্ড থেকে দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় যা ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল।   

বর্তমানে ১০১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। সন্ধ্যা নাগাদ পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এই সংকটকালীন ধৈর্য ধারণ করায় তিনি গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর