বুধবার, ৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

আরসা নেতা জুবায়ের গ্রুপের আর্মস প্রধান গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ার কুতুপালংয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও এপিবিএনের ইউনিফর্ম এবং সেনাবাহিনীর জুতাসহ কথিত আরসা নেতা জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধান আবু ছিদ্দিককে গ্রফতার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের বি-ব্লকের বাসিন্দা বশীর আহমদের ছেলে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪-এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাট ক্যাম্প পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, একটি এপিবিএনের ইউনিফর্ম ও সেনাবাহিনীর জুতা উদ্ধার করা হয়।

তিনি বলেন, জুবায়ের এপিবিএনের ইউনিফর্ম সংগ্রহ করেছে রোহিঙ্গা ক্যাম্পে সাংগঠনিক কাজ করার জন্য। এপিবিএন কমব্যাট ইউনিফর্ম নিয়ে রাতের বেলা সাংগঠনিক কাজ করলে সুবিধা পাবে, যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ দায়িত্ব পালন করে আসছে। 

তিনি আরও বলেন, ধৃত রোহিঙ্গা কথিত আরসা নেতা জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর